পিতা জাহাঙ্গীর আলম (মাষ্টার) বলেন, আমার মেয়ে জাফরিন আক্তার সবাইকে পিছনে ফেলে এবারের ৪৪-তম বঙ্গবন্ধু জাতীয় এ্যাথলেট্ক্সি ২০২০-২১ আসরে (ডিসকাস থ্রো) চাকতি নিক্ষেপ খেলায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক জিতে নেয়। তিঁনি আরো বলেন, আমার ১ ছেলে ২ মেয়ে সবাই বিকেএসপি থেকে প্রশিক্ষন গ্রহন করে ক্রীড়ার সঙ্গে জড়িত এবং সবাই সফল। ছেলে শাহিউল আলম শুভ ভাল বাস্কেটবল খেলার সুবাধে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকুরী হয় এবং তাদের পক্ষেই বিভিন্ন ক্রীড়া আসরে খেলাধুলা করে। ছোট মেয়ে জাকিয়া সুলতানা বিকেএসপিতে পড়ালেখার পাশাপাশি টেনিস ও শুটিংয়ে ভর্তি হলেও ক্রিকেটে তার আগ্রহ বেশী হওয়ায় ক্রিকেট বিভাগে ভর্তির অপেক্ষায় রয়েছে। মেয়ের এমন সফলতায় মা-বাবা, ভাই-বোন, আত্বীয় সজন ও পাড়া প্রতিবেশী সবাই খুশী বলে তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন।