- প্রচ্ছদ
-
- রাজশাহী
- পাঁচবিবি মহিপুর কলেজের ছয়তলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন
পাঁচবিবি মহিপুর কলেজের ছয়তলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২০ ১২:৫০ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি ঃ -জয়পুরহাটের পাঁচবিবির মহিপুর হাজী মহসীন সরকারি কলেজের নবনির্মিত ছয়তলা বিশিষ্ট নতুন একাডেমি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনা সভা গতকাল শনিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কলেজ ব্যবস্থাপনার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওমর আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। বিশেষ অতিথি জেলা আ.লীগের সদস্য মাহবুবুর রহমান টুকু সরদার, থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, , পৌর আ.লীগের সভাপতি এস, কে আব্দুল হক, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী বায়েজিদ বোস্তামি, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, যুগ্ন-সম্পাদক জিহাদ মন্ডল ও প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু প্রমুখ।
শেষে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়তালা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
Please follow and like us:
20 20