আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:২৭
বিডি দিনকাল ডেস্ক : পাঁচ দিন পর হাসপাতাল ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান ছিলেন। এসময় কয়েক হাজার নেতাকর্মী খালেদা জিয়ার গাড়ির বহরের সঙ্গে ছিলেন।
হাসপাতাল থেকে বাসায় আসতে দুই ঘন্টার উপরে সময় লেগে যায় । এই সময় রাস্তার দুই ধারে থাকা সাধারণ জনতা বেগম খালেদা জিয়াকে হাত নেড়ে অভিবাদন জানান ।
আজ ৪ মার্চ ২০২৩ ইং বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর বাসার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বাসায় তার চিকিৎসা চলবে এমনটা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ।
উল্লেখ্য, গত ২৯শে এপ্রিল নিয়মিত চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |