থানা সুত্র জানায়, পশ্চিম বীরনগর পুটারবিল গ্রামের বেলাল হোসেনের বাড়ীতে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল ও মাদক ক্রয়-বিক্রয়ের অর্থ উদ্ধার সহ ৮ জন মাদক কারবারীকে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের সাহেব আলীর পুত্র মনির হোসেন (৩০), বালিঘাটা মহাজের কলোনীর আলী হোসেনের পুত্র নুরুজ্জামান হোসেন (৫০), পূর্ব বালিঘাটা গ্রামের আনিছুর রহমানের পুত্র নাসিবুর রহমান ওরফে নিরব (২০), সেকেন্দার আলীর পুত্র সৈয়দ সালাউদ্দিন (৩৮), মোকছেদ আলীর পুত্র আমির হোসেন সোহেল (২৫), দমদমা গ্রামের আঃ সামাদের পুত্র মাসুম (৩২), জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের মোকছেদ আলীর পুত্র দেলোয়ার হোসেন বাবু (৩৭) ও টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার চাতুটিয়া গ্রামের আঃ ছামাদের পুত্র ফারুক রানা (৩০)।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জানান, আটককৃত মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।