আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৫
বিডি দিনকাল ডেস্ক : জয়ের জন্য শেষ ওভারে ১১ রানের দরকার ছিল পাকিস্তানের। শুরুর দুই বলে ৭ রান নিয়ে সমীকরণ নেমে আসে ৪ বলে ৪-এ। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন আগের ডেলিভারিতে বাউন্ডারি হাঁকানো মোহাম্মদ ওয়াসিম। পরেরটি ডটবল। যখন দুই বলে ৩ রান দরকার তখন বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন ক্রিজে মানিয়ে নেয়া ব্যাটার মোহাম্মদ নেওয়াজ। ইভান্সের বলে আরভিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। শেষ বলে দরকার ছিল ৩ রানের। দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হয়ে যান শাহীন শাহ আফ্রিদি। রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয় পায় জিম্বাবুয়ে। বৃহস্পতিবার পার্তে আগে ব্যাটিং শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১৩০/৮।
সর্বোচ্চ ৩১ রান করেন শন উইলিয়ামস। বল হাতে চার উইকেট নেন এই ম্যাচে পাকিস্তান একাদশে আসিফ আলীর জায়গায় সুযোগ পাওয়া মোহাম্মদ ওয়াসিম। লেগ স্পিনার শাদাব খান নেন তিনউইকেট। জবাবে ১২৯/৮ স্কোর নিয়ে ইনিংস শেষ করে পাকিস্তান। তিন নম্বরে ব্যাট হাতে ৪৪ রান করে শান মাসুদ। নওয়াজ করেন ২২ রান। চার ওভারের স্পেলে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন সিকান্দার রাজা। ১৪তম ওভারে পরপর দুই বলে শাদাব খান ও হায়দার আলীকে সাজঘরে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরান জিম্বাবুয়ের এ পাকিস্তানি বংশোদ্ভূত অফস্পিনার। এতে চকিতে ৮৮/৩ থেকে ৮৮/৫ স্কোর নিয়ে চাপে পড়ে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি টানা দ্বিতীয় হার পাকিস্তানের। অন্যদিকে দুই ম্যাচে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ পয়েন্ট। বাংলাদেশকে চতুর্থ স্থানে ঠেলে তালিকার তিন নম্বরে উঠে এলো জিম্বাবুয়ে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |