- প্রচ্ছদ
-
- ঢাকা
- পাগল পুত্রের কুদালের উপর্যুপরি আঘাতে মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পিতার মৃত্যু
পাগল পুত্রের কুদালের উপর্যুপরি আঘাতে মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পিতার মৃত্যু
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২০ ৭:৫৪ পূর্বাহ্ণ
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:-টাঙ্গাইল জেলার সখিপুর-ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী এলাকা ঘাটাইলের হ্যাঙ্গারচালা এলাকায় পাগল পুত্র হাসমত(৩২) কুদাল দিয়ে উপর্যুপরি আঘাতে মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পিতা সুমেদ আলী(৬০) আলীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়িতে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পাগল হাসমতকে সব সময় শিকল দিয়ে বেঁধে রাখা হয়,কয়েকদিনের মধ্যে তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার কথা ছিল। ঘটনার রাতে সে কোন কারন ছাড়াই কৌশলে শিকলসহ ঘরে ঢুকে শুয়ে থাকা তার পিতাকে কুদাল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে।ঘটনাস্থলেই পিতা সুমেদ আলীর মৃত্যু হয়।সুমেদ আলী ওই এলাকার মৃত জয়নাল আবেদিন এর ছেলে।
Please follow and like us:
20 20