আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৭
pnbd24: এমপি পাপুল ইস্যুতে কুয়েত সিটিস্থ বাংলাদেশ দূতাবাসের শীর্ষ পর্যায়ের দু’জন কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। তারা কূটনীতিক সুবিধাপ্রাপ্ত হওয়ায় গ্রেপ্তার হবেন না। তবে যেকোনো সময় তাদের প্রত্যাহারে ঢাকাকে অনুরোধ করা হতে পারে। কূটনৈতিক শিষ্টাচার তা-ই বলে উল্লেখ করে দায়িত্বশীল একটি সূত্র জানায়, এমপি পাপুলের অপকর্মের কুয়েতের রাজনীতি এখন উত্তাল। সেই এমপিকে দূতাবাসের কারা সহযোগিতা দিয়েছেন সেটি ঢাকাও জানে। উল্লেখ্য, পাপুল গ্রেপ্তারের পর তার স্ত্রী একটি বিবৃতি দিয়েছেন। তাতে গণমাধ্যমকে ব্লেম দিয়ে রাষ্ট্রদূত সবই জানেন দাবি করে তার কথার বাইরে গিয়ে ‘বিভ্রান্তি’ না ছড়ানোর রহস্যজনক বার্তা দিয়েছেন। দু’দিন আগে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম পাপুল ইস্যুতে কোনো আপডেট না জানিয়ে বরং ‘বিভ্রান্তি’ না ছড়াতে কুয়েতস্থ বাংলাদেশ কমিউনিটিকে হুঁশিয়ার করেছেন। বাংলাদেশ ও কুয়েত সরকার উভয়ে বিবৃতিদ্বয় নোটে নিয়েছেন বলে জানা গেছে।
দূতাবাসে পাপুলের সহযোগীদের অনেকেই চিহ্নিত ।এরা কি ভাবে পাপুলকে সহযোগিতা করতো আবার পাপুলের কাছ থেকেও কি ধরণের সহযোগিতা তারা নিয়েছে তার সব কিছুই শিকার করেছে ।কর্মকর্তারা যেমন পাপুলের সাথে সম্পর্ক রেখেছে তেমনি একশ্রেণীর লোভী কর্মচারীরাও পাপুলের সাথে সুসম্পর্ক রেখেছে আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য ।এ নিয়ে ব্যাপক আতঙ্কে রয়েছে ঐসব কর্মকর্তা কর্মচারীরা ।সিআইডির জিজ্ঞাসাবাদের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।বর্তমানে পাপুল কুয়েতের সোলাইবিয়ার সুরক্ষিত কারাগারে রয়েছে ।
অন্যদিকে ৬জুন কুয়েত সিআইডি পাপুলকে গ্রেফতার করে তার মুশরিফের বাসা থেকে রাত ৯টা ৩০মিনিটে।সেই থেকে তিনি গতকাল ১৫জুন পর্যন্ত সিআইডি হেফাজতে ডিটেনশন সেন্টারে ছিলেন । সূত্র:মানবজামিন আংশিক(16-6-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |