আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫৭
বিডি দিনকাল ডেস্কঃ- কর্মকর্তাদের ঘুষ দিয়ে ভিসা জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় কুয়েতে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সমুদয় মামলার বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উদ্দেশ্য তার সংসদ সদস্য পদ বহাল থাকা না থাকা প্রশ্নে স্পিকার তথা জাতীয় সংসদ সচিবালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে তথ্য দিয়ে সহায়তা করা। পররাষ্ট্র মন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গত জুনে কাজী পাপুলকে গ্রেপ্তারের পর থেকে বিচার অবধি কুয়েত সরকার বাংলাদেশকে কিছুই জানায়নি। ঢাকা এ সম্পর্কে যা জেনেছে তা মিডিয়া মারফত। কিন্তু এবার পাপুলের মামলা এবং বিচার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য চেয়ে কুয়েতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। কারণ হিসাবে সেগুনবাগিচার প্রতিনিধিরা বলছেন, যে আদালতে পাপুলের ৪ বছরের কারাদণ্ড এবং ৫৩ কোটি টাকা অর্থদণ্ড হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা জরুরি। কারণ ওই আদালতের রায়ের বিরুদ্ধে যদি আপিলের সুযোগ থাকে তাহলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার এমপি পদ খারিজ হবে না- মর্মে একটি বিধান রয়েছে। তার বিষয়ে সংসদ সচিবালয়ের সিদ্ধান্তের আগে কুয়েতি কর্তৃপক্ষের ব্যাখ্যা বা মতামত সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা কুয়েতস্থ বাংলাদেশ মিশনের বাধ্যবাধকতা রয়েছে।
এক প্রশের্ন জবাবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, যেহেতু ঘটনাটি বিদেশের আদালতে ঘটেছে তাই সেই দেশের আদালত এবং বিচারিক কার্যক্রম বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পেতে হবে। উল্লেখ্য, কুয়েতের আদালতে পাপুলের বিরুদ্ধে আরো একটি মামলা চলমান রয়েছে।
এমপি পাপুলের ঘটনায় বাংলাদেশ-কুয়েত সম্পর্কে প্রভাব পড়বে না:এদিকে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি শহিদ ইসলাম পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ডের ঘটনায় বাংলাদেশ-কুয়েত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। রোববার (৩১শে জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, এমপি পাপুলের ঘটনা ও সাজা দুঃখজনক। তবে তার এই সাজায় বাংলাদেশ-কুয়েত দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। কেননা, আমাদের সঙ্গে কুয়েতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক ভালো। এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, এমপি পাপুলের বিষয়ে কুয়েত সরকার থেকে সরকারিভাবে আমরা এখনো কোনো তথ্য পাইনি। কুয়েত সরকার থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে সেটা আমরা আমাদের পার্লামেন্টকে দেবো, আমাদের সরকারকে জানাবো। তখন যে সিদ্ধান্ত নেয়ার নেয়া হবে। এ বিষয়ে সেখানে আমাদের রাষ্ট্রদূতকে খোঁজখবর নেয়ার জন্য বলেছি। তিনি খোঁজখবর নিচ্ছেন। ২৮শে জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত মানব ও অর্থপাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একই সঙ্গে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল (৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। পাপুলের সঙ্গে কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওথমান সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহকেও চার বছরের কারাদণ্ড ও ১৯ লাখ কুয়েতি রিয়াল জরিমানা করেছেন। গত বছর ৬ই জুন থেকে এমপি শহিদ ইসলাম পাপুলকে কুয়েতের জেলে রয়েছে। ছয়মাস বিচার প্রক্রিয়া শেষে তার প্রথম মামলার রায় হয়েছে এবং তাতে তিনি দণ্ডিত হয়েছেন।
পাপুলের সাজা আরো বাড়তে পারে:আদালতের রায় এবং প্রকাশিত নথি পর্যালোচনায় ঢাকার প্রতিষ্ঠিত একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, কুয়েতে বাংলাদেশি সংসদ সদস্য মো. শহিদ ইসলাম পাপুলের কারাদণ্ড হয়েছে ঘুষ লেনদেনের দায়ে। তার বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগের বিচার এখনো বাকি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মুদ্রা পাচারের দায় এড়ানো সংসদ সদস্যের জন্য কঠিন হবে। সে ক্ষেত্রে তার সাজা আরো বাড়তে পারে। পাপুল যে মামলায় দণ্ডাদেশ পেয়েছেন ওই মামলায় কুয়েতের তিন নাগরিকের পাশাপাশি সংসদ সদস্য শহিদের তিন সহকর্মী এবং সিরিয়ার এক নাগরিককেও কারাদণ্ড দিয়েছেন আদালত। আর খালাস পেয়েছেন কুয়েতের দুই সংসদ সদস্য এবং পাপুলের তিন সহকর্মী। পাপুলকাণ্ড নিয়ে প্রথম রিপোর্ট প্রকাশকারী আরবি দৈনিক আল কাবাস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের সংসদ সদস্যের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা হয়েছিল। এর একটি ঘুষ লেনদেন আর মানব পাচার নিয়ে, অন্যটি মুদ্রা পাচারের। মুদ্রা পাচারের মামলায় তার সাজা হতে পারে। কুয়েতের সরকারি-বেসরকারি সূত্রগুলো আভাস দিয়েছে, সংসদ সদস্য শহিদের আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ খুঁজছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |