আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৫
কামরুল হাসান বাবলু :-প্রসিকিউটর যে দুইজন কুয়েতিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন তার প্রথমজন কুয়েতের একটি মন্ত্রনালয়ের ইনচার্জ এবং অন্যজন স্বরাষ্ট্র মন্ত্রকের একজন সিভিল কর্মচারী। । বাংলাদেশী এমপি এই দুইজন কুয়েতিকে আর্থিক সরবরাহ এবং তৃতীয় সংস্থার ইনচার্জকে এমপির কিছু কাজের বিনিময়ে তাদের সংস্থাগুলি শ্র্রমিক আনাতে ব্যবহার করার বিনিময়ে অর্থ প্রদানের বিশদ স্বীকার করেছিলেন প্রসিকিউটেশনের জিজ্ঞাসাবাদে । প্রসিকিউশন পপুলের দেয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্দে যেমন অত্তান্ত গোপনীয়তা রক্ষা করে তদন্ত করে ।একই সাথে দুজন দায়ত্বশীল অভিযুক্ত ব্যক্তিদের ডেকে এনে জিজ্ঞাসাবাদও করে ।ঘুষ পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ওই দুজনকে গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছে প্রসিকিউশন ।পাপুলের এই বিষয়টিকে অত্তান্ত গুরুত্বসহকারে দেখছে প্রসিকিউশন।একই সাথে কুয়েতের জাতীয় সংসদেও ব্যাপক আলচনা হয়েছে ।সকল পক্ষই দোষীদের গ্রেফতারমূলক শাস্তি চায় ।
পাপুলকাণ্ডে এ পর্যন্ত সাবেক ও বর্তমান ৩ জন এমপি, স্বরাষ্ট্র ও জনশক্তি মন্ত্রণালয়সহ ৭টি মন্ত্রণালয়ের টপ বস বা শীর্ষ কর্তা এবং ৩টি সংস্থায় কর্মরত অন্তত ২১ জন কর্মকর্তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে কুয়েত-সিআইডি। এদের কারও নাম প্রকাশ হয়নি। কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। পাপুলের রিমান্ডের শেষ দিনে একনাগাড়ে ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্তাসহ যে দু’জন মধ্যস্থতাকারীকে মোটা অংকের ঘুষ দেয়ার কথা উঠে এসেছে তাদের এরইমধ্যে আটকের নির্দেশ দিয়েছেন আদালত। রিপোর্টে প্রকাশ আটক স্বরাষ্ট্রের পদস্থ ওই কর্মকর্তা মূলত পাপুলের অর্থ সরিয়ে নেয়ার কাজটি করে দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কুয়েতের উপ-প্রধানমন্ত্রী আনাস আল সালেহ সংসদে প্রদত্ত বিবৃতিতে ক্ষোভের সঙ্গে বলেছেন, ভিসা বাণিজ্যে রাষ্ট্র হিসাবে কুয়েতের নিরাপত্তা বা অস্তিত্ব আজ হুমকির মুখে। যাদের নাম এসেছে তাদের বিষয়ে বিস্তৃত তদন্ত হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তারা রেহাই পাবে না। এমপি, মন্ত্রী বিশিষ্টজন হলেও তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
উল্লেখ্য, কুয়েতে মানবপাচার বিষয়ক সর্ব বৃহৎ এবং চাঞ্চল্যকর ওই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশি এমপি ‘মাফিয়া বস’ খ্যাত কাজী পাপুলকে কারাগারে থাকতে হচ্ছে। তবে তার সহযোগী যারা আটক হয়েছেন জুলাইয়ের মাঝামাঝিতে তাদের বিষয়ে শুনানি হতে পারে বলে আভাস মিলেছে।
জানা গেছে, এমপি পাপুল ইস্যুতে কুয়েত সিটিস্থ বাংলাদেশ দূতাবাসের শীর্ষ পর্যায়ের দু’জন কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের ব্যাংক একাউন্ট তালাশ করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে। তবে ডিপ্লোমেটিক ইমিউনিটিপ্রাপ্ত ওই দুই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ না ঢাকা ফেরত পাঠানো হবে তা পরিস্থিতির নির্ভর করছে।
এদিকে বর্তমানে পাপুল কুয়েতের কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে।গ্রেফতার হওয়া তার কয়েকজন সঙ্গী এখনো সিআইডির রিমান্ডে রয়েছে ।(18-6-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |