আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৩৩
পাবনা:-পাবনায় আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুল নামের এক ছাত্রলীগ নেতা পিস্তল হাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেছেন। এনিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকি ওই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ।জানিয়েছেন সুজানগর থানার ওসি আবদুল হান্নান।।
জানা যায়, আবু বক্কার সিদ্দিকী জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. ফিরোজ আলী তার দলীয় পরিচয় নিশ্চিত করেন এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, বিষয়টি জানার পরই অস্ত্র হাতে ছবি তোলা ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |