বুধবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের আয়োজনে জেলা শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে হামলাকারী ও হত্যার উষ্কানিদাতা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এহেন ন্যক্কারজনক ঘটনার তিব্র প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি মাসুদ রানা চৌধুরী, সাধারণ সম্পাদক টিটু আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুকুল, সাবেক জেলা সভাপতি হারুনুর রশিদ সরদার, আক্কেলপুর উপজেলা সভাপতি গাজীউল ইসলাম গাজীসহ হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সন্ত্রাসী হামলায় নিহত সুজন, (৩০) পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামের মধ্যপড়া এলাকার মৃত আনিছুর রহমান মণ্ডলের ছেলে। তিনি হেযবুত তওহীদ পাবনা জেলা শাখার সদস্য এবং পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি ছিলেন। ঘরে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।