আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৬
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিএনপি অফিস ভাংচুর ও নেতা-কর্মীদের উপর হামলা , বাড়িঘর , ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। বুধবার (১৯ জুলাই) দুপুরে খাগড়াছড়ির কলাবাগানস্থ নিজ বাসভবন আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে ওয়াদুদ ভুইয়া বলেন, গত ১৮ জুলাই সঙ্গলবার খাগড়াছড়িতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সহ নির্দলীয়, নিরপেক্ষ সরকার পূনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে “পদযাত্রা কর্মসূচী” পালন করার লক্ষ্যে জেলা বিএনপি’র নেতা-কর্মীরা সকাল সোয়া ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হলে আওয়ামীলীগ সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। এবং অফিসের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট এবং জেলাব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে। এতে বিএনপি’র ১৭০ নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার পর মাটিরাঙ্গা উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সেলিম, পৌর বিএনপি’র যুগ্ম-সম্পাদক আশীষ দত্ত, কোষাধক্ষ্য স্বপন পাল এবং বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও মাটিরাঙ্গা ৭নং পৌর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোস্তফা কামালের মাটিরাঙ্গা বাজারস্থ ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সন্ধ্যায় পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়। মধ্য রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নোমান সাগরের বাড়ীর দরজা ভেঙ্গে ঢুকে ব্যাপক ভাংচুরের পাশাপাশি বাচ্চা ও মহিলাদের ওপর হামলা করে বাড়িতে থাকা জমি বিক্রির নগদ ৭লক্ষ টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। অপরদিকে রাত সাড়ে ১২টায় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইব্রাহীমের বসতবাড়ীর গেইট ভেঙ্গে মহিলাদের ওপর হামলা করে আসবাপত্র ভাংচুর ও মালামাল লুটপাট করে নিয়ে যায় । একই এলাকায় সদর উপজেলা বিএনপি’র সদস্য আক্তার হোসেনের বাড়ী ভাংচুর করে এবং বিকালে সদরের শালবন এলাকায় ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ কুদ্দস ও জেলা যুবদলের সহ-সভাপতি আমির খান ঝিনুকের বাড়ী ভাংচুর করে। রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠুর বাড়িতে ককটেল নিক্ষেপ ও ভাংচুর করে সন্ত্রাসীরা। এ পর্যন্ত উক্ত বাড়ী ৫বার ভাংচুর ও লুটপাট করা হয়েছে। খাগড়াছড়ি জেলা বিএনপি এ সকল নৈরাজ্য ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এ যাবতীয় ঘটনা বন্ধ করে দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় জেলা বিএনপি কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বলে ঘোষণা করেন তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |