- প্রচ্ছদ
-
- রংপুর
- পীরগঞ্জে হামলার ঘটনার সেই ফেসবুকে ‘ধর্ম অবমাননা’র পোস্ট দেওয়া ব্যক্তি জয়পুরহাটে গ্রেফতার
পীরগঞ্জে হামলার ঘটনার সেই ফেসবুকে ‘ধর্ম অবমাননা’র পোস্ট দেওয়া ব্যক্তি জয়পুরহাটে গ্রেফতার
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২১ ৮:২৭ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দিক জয়পুরহাট:-ধর্মীয় অনুভূতি তে আঘাত হানা,ফেসবুকে পবিত্র কাবা শরীফের ‘অবমাননাকর’ ছবি পোস্ট করাকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় অভিযুক্ত পোস্টদাতা ব্যক্তিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উচায় এলাকা থেকে গ্রেফতার করেছে রংপুর ও জয়পুরহাট পুলিশ।
সোমবার (১৮ অক্টোবর) রাতে পাচবিবিু উপজেলার আটা পুর ইউনিয়নের উচায় থেকে পরেশ চন্দ্র নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ওসি তদন্ত সারোয়ার হোসেন।
তিনি জানান পীরগন্জ থানার ওয়ারেন্ট ভুক্ত আসামী কে রংপুর থেকে পুলিশ এসে আমাদের সহায়তায় এএসপি কামরুজ্জামান সহ আট দেশ জনের একটি বাহিনীর নেতৃত্বে , তাকে আটকের পর রংপুরে নিয়ে গিয়েছে।
জানা গেছেআজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। পরেশন্দ্র রংপুরের পীরগঞ্জ উপজেলার কসবা গ্রামের প্রসন্ন চন্দ্রের ছেলে ।
পুলিশ জানায়, পরেশ চন্দ্র পবিত্র কাবা শরীফের ‘অবমাননাকর’ ছবি ফেসবুকে দেওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হওয়ায় পুরো উপজেলায় তোলপাড় শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পীরগঞ্জ বড় করিমপুর মাঝিপাড়া হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা চালায় উগ্র সাম্প্রদিক গোষ্ঠী। এসময় তারা ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, অর্ধ শতাধিক বাড়ি ভাংচুর করে, নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।
Please follow and like us:
20 20