আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৯
রাজশাহী:- রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে ১৯ বছরের প্রেমিকার সঙ্গে ১৬ বছরের প্রেমিকের বিয়ের খবর পাওয়া গেছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে বেলপুকুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লতিফুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১২ আগস্ট) রাতে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই কিশোরের বাড়ির পাশে তরুণীর খালার বাড়ি। সাড়ে তিন বছর আগে সেখানে বেড়াতে এলে দুজনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে তাদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয়। এক পর্যায়ে তরুণী বিয়ের কথা বললে কিশোর কৌশলে সটকে পড়ার চেষ্টা করে। এ কারণে উপায় না দেখে শুক্রবার রাতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। এদিকে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টা অবস্থান নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথায় চলে যায়। পরে একই দিন রাত আড়াইটার দিকে মাতব্বরদের নিয়ে দুপক্ষের পরিবারের সদস্যরা সালিশে বসে বিয়ের সিদ্ধান্ত নেন।
বেলপুকুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লতিফুল বলেন, ১ লাখ ২০ হাজার টাকা মোহরানায় বিয়ের সিদ্ধান্ত হয়।চারজন সাক্ষী ও স্থানীয়দের স্বাক্ষরের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |