- প্রচ্ছদ
-
- ঢাকা
- পুলিশের গুলিতে গুরুতর আহত ছাত্রদল নেতা শ্রাবণকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব
পুলিশের গুলিতে গুরুতর আহত ছাত্রদল নেতা শ্রাবণকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২ ৯:১০ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচীতে পুলিশের গুলিতে গুরুতর আহত ছাত্রদল নেতা শ্রাবণের -কে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২, দুপুর ১ টা ৩০ মিনিট ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে যায় বিএনপি মহাসচিব। এসময় তিনি আহত ছাত্রদল নেতা শ্রাবণের শারীরিক খোঁজ খবর নেন।
বিএনপি মহাসচিব শ্রাবণের মা’কে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহর ওপর ভরসা রাখুন। আমরা আপনার পাশে আছি, চিকিৎসকরা গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ নিচ্ছেন।
তিনি বলেন, গণতান্ত্রের জন্য এই সংগ্রামে আপনার ছেলে গুরুতর আহত তার এই কষ্ট বৃথা যাবে না। গণতন্ত্র ফিরে আসবে সুসময় আসবে ইনশাআল্লাহ।
গত ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচীতে পুলিশের গুলিতে গুরুতর আহত শ্রাবণ।
শ্রাবণ পপুলারে আইসিইউ এচইডিইউতে চিকিৎসাধীন তিনি গুলির আঘাতে ফুসফুস, লিভার ও কিডনিতে আক্রান্ত হয়েছেন। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সার্বিক তদারকি করছেন
আরও উপস্থিত ছিলেন ডাক্তার রফিকুল ইসলাম, শায়রুল কবির খান ও শ্রাবণে মা।
Please follow and like us:
20 20