আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৩
বিডি দিনকাল ডেস্ক : অদ্য ০৮ এপ্রিল ২০২৩, শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে বিএনপি’র কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পুলিশের ব্যাপক বাধা উপেক্ষা করে ঢাকা মহানগর উত্তরের ২০টি থানায় পালিত হয়।
বাড্ডা লিংক রোডে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক জনাব আমান উল্লাহ আমান। উপস্থিত ছিলেন-যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা তাজুল ইসলাম চেয়ারম্যান, মাহামুদুর রহমান চেয়ারম্যান, তহিরুল ইসলাম তুহিন, আব্দুল কাদের বাবু, ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল প্রমূখ।
পল্লবী থানা বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব জনাব আমিনুল হক। বক্তব্য রাখেন-যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপি নেত্রী নিলুফার ইয়াসমিন সহ নেতৃবৃন্দ।
দারুস সালাম থানা বিএনপি’র অবস্থান কর্মসূচিতে ঢাকা-১৪ আসনের দলীয় মনোনয়ন প্রাপ্ত নেতা ও দারুস সালাম থানা বিএনপি’র আহবায়ক এস এ সিদ্দিক সাজু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন-বিএনপি’র কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ২৬টি থানার মধ্যে ২১টি থানায় পুলিশী বাধা উপেক্ষা করে রামপুরা, ভাটারা, বনানী, তেজগাঁও, পল্লবী, বাড্ডা, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, শাহ আলী, দারুস সালাম, উত্তরা পূর্ব, দক্ষিণখান, উত্তরখান, বিমানবন্দর, খিলক্ষেত, ভাষানটেক, কাফরুল, রুপনগর, তুরাগ, তেজগাঁও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, হাতিরঝিল, উত্তরা পশ্চিম ও গুলশান থানায় অবস্থান কর্মসূচি পালিত হয়।
বাড্ডা থানা বিএনপি’র অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি’র বক্তব্যে জনাব আমান উল্লাহ বলেন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি আদায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও মানুষের ভোটের অধিকার পুণ:প্রতিষ্ঠায় বিএনপি’র যে গণআন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখে নিশিরাতের সরকার বেসামাল হয়ে পড়েছে। সরকারের ভীত কেঁপে উঠেছে বলেই নানান নাটক ঘটিয়ে জনগণের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষের নিকট বর্তমান ভোটারবিহীন সরকারের কোন জবাবদিহিতা ও কর্তব্যবোধ নেই বলেই জনগণের ওপর নির্দয় জুলুম চালানো হচ্ছে। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্যপণ্যের আকাশচুম্বি দাম বৃদ্ধিতে জনগণের নাভিশ^াস উঠলেও সরকার তা পরোয়া করে না। দূর্নীতি ও লুটপাটের ওপর নির্ভর করার জন্য জনগণের কষ্টের কথা বিবেচনায় নেয় না বর্তমান শাসকগোষ্ঠী। তাই যেকোন মূল্যে আওয়ামী অবৈধ সরকারকে উৎখাতে জনগণ এখন দৃঢ় প্রতিজ্ঞ।
পল্লবী থানা বিএনপি’র অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি’র বক্তব্যে জনাব আমিনুল হক বলেন, “জনগণকে সাথে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী বিএনপি-কে ধ্বংস করতেই অবৈধ মিডনাইট সরকার নেতাকর্মীদেরকে গ্রেফতার ও তাদের ওপর ভয়াবহ জুলুম অব্যাহত রেখেছে। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোন অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানী করা হচ্ছে। তবে বর্তমান গণবিরোধী সরকারের স্মরণ করা উচিত যে, অতীতে যেমন কোন স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীদের গুম, খুন, গ্রেফতার ও নির্যাতন করে আন্দোলন-সংগ্রাম দমাতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের নিরস্ত করতে পারবে না। সরকারি জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি বলীয়ান হবে।
আজকের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে ভাটারা থানার ৩ জন, মিরপুর থানার ৩ জন, রুপনগর থানার ৫ জন এবং শাহ আলী থানার ৩ জন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক জনাব আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব জনাব আমিনুল হক।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও গণমাধ্যম দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |