পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় রবিউল হত্যা মামলার চার্জশিটে সাংবাদিকের নাম!
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় রবিউল হত্যা মামলার চার্জশিটে সাংবাদিকের নাম!
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
রাজবাড়ী:-রাজবাড়ীর কালুখালীর ব্যবসায়ী রবিউল হত্যা মামলায় দেবাশীষ বিশ্বাস নামে এক সাংবাদিকসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। স্থানীয় সাংবাদিকরা ক্ষুব্ধ। তারা মনে করেন, ওই হত্যাকান্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ প্রচার ও প্রকাশের জেরে সাংবাদিক দেবাশীষের নাম চার্জশিটে ঢোকানো হয়েছে। দেবাশীষ বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি। একই সঙ্গে ডিবিসি নিউজ টিভিরও প্রতিনিধি।
জানা যায়, রবিউলের স্ত্রী বাদী হয়ে কালুখালী থানায় যে হত্যা মামলা দায়ের করেন তাতে সাংবাদিক দেবাশীষের নাম ছিল না। ঘটনার পর দিন ১৫ আগস্ট (২০২০) সকাল ১০টার দিকে সর্বপ্রথম ডিবিসি নিউজে ভিকটিমের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, বিক্ষোভ ও পুলিশের ওপর হামলার বিষয়ে স্ক্রল প্রচারিত হয়। তখনই তৎকালীন পুলিশ সুপার মিজানুর রহমান ক্ষুব্ধ হয়ে মেসেঞ্জারে স্ক্রলের স্ক্রিনশট পাঠিয়ে ও একাধিকবার ফোন করে দেবাশীষ বিশ্বাসকে স্ক্রল প্রচার বন্ধ করতে বলেন এবং দুপুরে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। সংবাদ প্রকাশের পর ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে পুলিশের সম্পৃক্ততা রয়েছে কিনা তার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। আজও সেই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ পায়নি। এরপর গত ১৭ ডিসেম্বর রবিউল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী ডিবি পুলিশের এসআই ফেরদৌস আহমেদ আদালতে চার্জশিট দাখিল করেন তাতে দেবাশীষ বিশ্বাসকে ১০ নম্বর আসামি করা হয়েছে।