আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩২
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট:- র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল পৃথক অভিযানে ৯ জন জুয়াড়ীকে ও ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে\ র্যাব এর অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ জানান জয়পুরহাট জেলার সদর থানাধীন দুর্গাদহ বাজার এলাকা হতে তাস- ০৩ বান্ডিল, জুয়া খেলার নগদ অর্থ-৮,০৯২/- টাকা, জুয়াা খেলার সরঞ্জামাদিসহ ৯ জন জুয়াড়ীকে হোতে নাতে গেস্খফতার করা হয়। আসামীরা হলো উল্টর কান্দী গ্রামের সিবার উদ্দীনের পুত্র মোঃ মামুনুর রশিদ (৩২), ভাদশা কেম্বেরী গ্রামের মৃত নাজিমউদ্দিন সরকারের পুত্র মোঃ সুলতান মাহমুদ (৩৮), ভাদশা গুচ্চ গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ দুলাল হোসেন (৩২), মৃত সফির উদ্দিনএর পুত্র , মোঃ রফিকুল ইসলাম (৪৪), মৃত আনিসুর রহমানের পুত্র মোঃ আলাউদ্দিন মিয়া (৪৮, মৃত জামান হোসেনের পুত্র মোঃ সাইদুল ইসলাম (৪৮), -মোঃ আব্দুল জব্বার এর পুত্র , মোঃ বেলাল হোসেন (২২, -মোঃ খোরশেদ আলম এর পুত্র মোঃ বাচ্চু মিয়া (৪৭), পিতা, ৯। -মোঃ আশরাফুল হোসেন এর পুত্র মোঃ রনি হোসেন (২৮), , সর্ব সাং-ভাদসা (গুচ্ছগ্রাম), সর্ব থানা ও জেলা- জয়পুরহাটকে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। এবং অপর ০১টি অভিযানে ত রাতে ২ ঘটিকার সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন জয়পুরহাট সুগার মিল হতে (ক) দেশীয় তৈরী মদ (চোলাই মদ)-২০ লিঃসহ, মাদক ব্যবসায়ী সাং-বিশ্বাস পাড়ার ইয়াকুব আলীর পুত্র মোঃ রকি হোসেন কে (২৮,) থানা-সদর, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:06 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |