আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০৫
বিডি দিনকাল ডেস্ক :- সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করে মূল্যবান উপহার (পার্সেল) পাঠানোর প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাই অর্থ আত্মসাৎকারী ৭ বিদেশী নাগরিকসহ সংঘবদ্ধ আন্তর্জাতিক প্রতারক চক্রের ০৯ সদস্য’কে গ্রেপ্তার করেছে র্যাব। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বর্তমান সময়ে এরকম একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক স্থাপন করে দামী পার্সেল প্রেরণের কথা বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে।
দামি উপহার পাঠানোর লোভ দেখিয়ে অভিনব পদ্ধতিতে সাধারণ জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিলো এই সংঘবদ্ধ চক্রটি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল থেকে আজ সকাল ৭টা পর্যন্ত র্যাব-৪ এর একটি আভিযানিক দল র্যাব-৮ এর সহযোগিতায় রাজধানীর পল্লবী থানা, রুপনগর থানা এবং দক্ষিণখান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দামি পার্সেল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৮টি পাসেপোর্ট, ৩১টি মোবাইল, ৩টি ল্যাপটপ, ১টি চেক বই, ০৩টি পেনড্রাইভ এবং নগদ ৯৫,৮১৫ টাকাসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের ৭ জন বিদেশী নাগরিকসহ নিম্নোক্ত ৯ জন প্রাতরক’কে গ্রেপ্তার করে।
এরা হলেন, উডিয়ে অবিন্না রুবেন (৪২), নতন্বিষ্না গেব্যুয়া (৩৬), ইফুনএ ভিভিয়ান নাউইকে (৩১), সানডে সেদেরকে আজিম (৩২), (৫) চিনাডু মিসেস নাজি (৩৬), (৬) ক্লিমস ইফেসিনচি তালিকে (৩০), চিদিম্মা লেবেলে ইলফর (২৬), মো. নাহিদুল ইসলাম (৩০), এবং সোনিয়া আক্তার (৩৩)।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |