আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৯
কামরুল হাসান বাবলু : – ছাত্র-জনতার গণ অভ্যুথানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। তিনি আজ মিরপুরের ১১ নাম্বারে থানা ও ওয়ার্ড এর নেতা কর্মীদের উদ্দ্যেশে তিনি এই মন্তব্য করেন ।এই সময় মিরপুরের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে গিয়ে রাজপথে জীবন দিতে হয়েছে আমাদের দলের বহু নেতাকর্মী এবং ছাত্র জনতাকে । তাদের এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না ।
প্রতিটি থানা ওয়ার্ডে বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে সকল সন্ত্রাসের মোকাবেলা করতে হবে । কোনো ভাবে সন্ত্রাস কিংবা লুটপাট হলে তা মোকাবেলায় সকলকে এগিয়ে এসে ‘দুষ্কৃতকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিতে হবে বলে সকলের উদ্দেশে এ সব কথা বলেন আমিনুল হক ।
তিনি আরো বলেন , ‘আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক দুষ্কৃতকারীরা বিএনপির নাম ভাঙিয়ে পাড়া-মহল্লায়, বাসা-বাড়ি কলকারখানা ভাঙচুর করছে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। গণতন্ত্রের এই অর্জনকে বিনষ্ট করার জন্য নানা তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন মসজিদ-মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এই অপতৎপরতাকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিতে হবে।’
আমরা যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি আমাদের সেই নেতা তারেক রহমান যার নামে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ছিল জাতীয়তাবাদকে ধ্বংস করার কিন্তু পারেনি। এখন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের প্রত্যাশা।’
আমিনুল সকল নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন , বিএনপি সুস্থ ধারার রাজনীতি করে । কোনো ধরণের সন্ত্রাসকে বিএনপি পশ্রয় দেয় না । কেউ যদি কোনো ধরণের সন্ত্রাস ,কিংবা দখল দারিত্ব করে তাকে আইনশৃংখ্যলা বাহিনীর হাতে তুলে দিবেন । আমাদের দলের যদি কেউ হয় তাকেও ছাড় দেয়া হবেনা।আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশ সকলকে মেনে চলতে হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |