আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০৫
বিডি দিনকাল ডেস্ক :- প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর গণভবনে সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমস্যা থাকতেই পারে। কিন্তু সমস্যাগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, বৈঠকে ভারতের মন্ত্রী স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য শেখ হাসিনার নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেছেন। তিনি এটাকে বাংলাদেশের ‘বড় অর্জন’ আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের উন্নয়ন তার কাছে অলৌকিক মনে হয়। আলোচনাকালে কোভিড-১৯ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে যুক্ত করে বাংলাদেশ এই মহামারি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে। গত মাসে দেশব্যাপী টিকাদান কর্মসূচি হয়েছে।
পর্যায়ক্রমে সবাই টিকার আওতায় আসবে। এ সময় করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে ভারতের সহায়তার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যা ও ঘূর্ণিঝড়ের সঙ্গে করোনা মহামারি সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি উন্নতি করছে। এই সময়ে রেমিট্যান্স প্রবাহও বেড়েছে। মহামারি চলাকালীন কৃষিকাজ বাংলাদেশের অগ্রাধিকারে ছিল উল্লেখ করে তিনি বলেন, আরও বেশি খাদ্য উৎপাদনে জোর দেয়া হয়েছে। তিনি বলেন, সরকার এই কঠিন সময়ে প্রবাসফেরৎদেরও সহায়তা দিয়েছে। ড. জয়শঙ্কর কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, করোনা মহামারিজনিত কারণে আমরা এই অঞ্চলের সবাই কমবেশি সমস্যার মুখোমুখি হচ্ছি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে তার ফলপ্রসু বৈঠক হয়েছে জানিয়ে জয়শঙ্কর প্রধানমন্ত্রীকে বলেন, চলতি বছরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশগ্রহণ ভারতের জন্য সম্মানের। সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি বই উপহার দেন। যার একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক। বইটির লেখক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া জয়শঙ্করের প্রয়াত পিতা কে সুব্রামানিয়াম। এ সময় প্রধানমন্ত্রী ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর গোয়েন্দা শাখার গোপন ডকুমেন্টস’ শীর্ষক ১৪ খ-ের বইয়ের সাত খ- ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন। সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ-বৈঠকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |