আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৬
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- প্রতি ঈদের ন্যায় এবারও সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুÐু উপজেলার কয়েকটি গ্রামের কিছু মুসল্লী ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। বৃহস্পতিবার ১৩মে সকালে পৌরসভার চটকাবাড়িয়া ও উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ভালকি, পোড়াহাটি ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে এই ঈদের জামাত অনুষ্টিত হয়। এতে শতাধিক মুসুল্লি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। আগাম এই ঈদের নামাজ পড়তে আসা কয়েকজন মুসুল্লীর সাথে কথা বলে জানা যায়, তারা বলছেন, সৌদি আরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বুধবার শাওয়ালের চাঁদ দেখায় বৃহস্পতিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের মতে বিশ্বের যে কোন দেশে চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করতে পারবেন তারা। আগাম এ ঈদ উৎসব পালন নিয়ে এলাকার মানুষের মধ্যে মতবিরোধ থাকলেও কখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরিণাকুÐু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |