- প্রচ্ছদ
-
- মিডিয়া
- “প্রথম আলো” পত্রিকাটি কিভাবে এত বড় ভুল করতে পারে? নাকি ইচ্ছাকৃত!
“প্রথম আলো” পত্রিকাটি কিভাবে এত বড় ভুল করতে পারে? নাকি ইচ্ছাকৃত!
প্রকাশ: ২৯ জুন, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
বাবুল তালুকদার: সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি দৈনিক প্রথম আলো পত্রিকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে একটি গসিপ নিউজ টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে! আর এ নিয়ে দল ও দলের সমর্থকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
অনিচ্ছা থাকা সত্ত্বেও গসিপ নিউজটি পড়ে মনে হল, পুরো সংবাদটির বিষয়বস্তু সাজানো হয়েছে অনুমান নির্ভর, নাম প্রকাশে অনিচ্ছুক ও অযাচিত বিষয় নিয়ে! যেমন নিউজ ডেস্কে বসে “শাক দিয়ে মাছ ঢাকার মতো” দায়সারা একটি সংবাদ তৈরি করে তা প্রকাশ করাই ছিল প্রধান উদ্দেশ্য ! সাংবাদিকতায় যেটি আমরা ফরমায়েশি নিউজ বলে থাকি এবং আমি অবশ্যই তা যুক্তি দিয়ে আমি প্রমাণ করতে পারব।
যাই হোক আজ এ বিষয়ে আমি কিছু নাইবা বললাম, তবে আমি আশ্চর্য হয়েছি অন্য একটি কারণে। দীর্ঘ দিনের পুরনো ও সর্বাধিক প্রচারিত “প্রথম আলো” পত্রিকাটি কিভাবে এত বড় ভুল করতে পারে? নাকি ইচ্ছাকৃত!
তারা বাংলাদেশ সবচাইতে জনপ্রিয় ও বৃহৎ দল বিএনপির বিরুদ্ধে সংবাদ ছেপে অন্য একটি রাজনৈতিক দলের পতাকা ব্যবহার করে তা অনায়াসে তা চালিয়ে দিয়েছে!
এদেশের একটি শিশুও জানে যে বিএনপির প্রতীক হচ্ছে “ধানের শীষ” এবং দলীয় পতাকায় ধানের শীষে লোগো দিয়েই তৈরি করা। কিন্তু তথাকথিত সাজানো আরেকটি রাজনৈতিক দল “বিএনএফ” এর প্রতীক গমের শীষ দিয়ে তৈরি তাদের পতাকা ব্যবহার করার মানে কি হতে পারে?
তবে আরো আশ্চর্য হয়েছি এই বিষয়টি নিয়ে তিনি এখন পর্যন্ত কেউই প্রতিবাদ করেনি!..
বাবুল তালুকদার:
২৯ জুন ২০২১
রোববার
১২টা ৫০ মিনিট
Please follow and like us:
20 20