আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৭
ঢাকা : নেত্রকোনা ৩ আসনের (কেন্দুয়া-আটপাড়া) সংসদ সদস্য অসীম কুমার উকিল করোনা আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি মঙ্গলবার (৬ এপ্রিল) সাংসদ স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল তার নিজস্ব ফেইসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে এতথ্য জানান।
গত ৭ ফেব্রুয়ারি দেশজুরে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদানের পথম দিনে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।
এ ব্যাপারে সরাসরি ফোনে কথা বললে অসীম কুমার উকিল জানান, গতকাল ৯৯ থেকে ১০০ এমন ডিগ্রী তাপমাত্রা অনুভূত হচ্ছিল। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় নমুনা পরীক্ষা করতে দেন স্ত্রী সহ। পরে দুপুরে দুইটার দিকে প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ আসে। স্ত্রী অপু উকিলের রিপোর্ট নেগেটিভ আসে। এরপর বিকেলেই তিনি বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হন। তবে কোনো উপসর্গ ছিল না বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |