আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৮
মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন এবিষয়ে আমার কথা বলার সুযোগ নাই। আমাদের বিশ্বাস করেন কি না, করবেন কি না এটা ওনার বিষয়। আমি শুধু বলবো, জাতীয় পার্টি নির্বাচন করার জন্যই আসছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য আসে নাই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার বনানীস্থ জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মহাসচিব আরও বলেন, আমরা একটা জিনিসই চাইছি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ। বিশ্বাস, অবিশ্বাসের বিষয় না। ভোট সুষ্ঠু হলে আমরা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছি। সমঝোতার বিষয় জানি না। আমরা শুধু সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি। আজকে বা কালকেও আলোচনা আছে।তাদের সাথে আমাদের যোগাযোগ আছে।
তিনি বলেন, পশ্চিমারা যা চায় বাংলাদেশের মানুষও তা চায়। যদিও আমরা চাই না বাইরের কেউ কথা বলুক। কিন্তু তাদের কথা বলার সুযোগ আমরাই করে দিয়েছি। কিন্তু তাদের বক্তব্যটা সঠিক। আমরাও চাই যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়। এই দাবির কারণে নির্বাচন কমিশন ও শাসকদলের সঙ্গে বৈঠক করছি।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের বিষয়ে তিনি বলেন, তার জন্য মনোনয়ন ফরম রেখেছিলাম কিন্তু তিনি নেননি। তিনি নির্বাচনে এলে ভালো হতো। তবে তিনি প্রধান বিরোধীদলীয় নেতা, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেই পারেন। কিন্তু গেছেন কি না আমার জানা নাই।
এদিকে জাতীয়পার্টিকে নিয়ে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী মন্তব্য এবং আজ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের পরেই চুন্নু এইপতিক্রিয়া ব্যক্ত করেছেন ।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |