আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫০
আজ (মঙ্গলবার) বাফুফে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। সকাল থেকেই প্রার্থীদের পদচারণায় মুখরিত বাফুফে প্রাঙ্গণ। সভাপতি প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে তার ভাই তাজওয়ার আউয়াল মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাবিথের পরপরই মনোনয়নপত্র জমা দিয়েছেন সহ-সভাপতি পদে নাসের শাহরিয়ার জাহেদী। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, ‘আমি প্রথবার বাফুফে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি, কাউন্সিলররা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। জিতলে দেশের ফুটবল উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবো।’
এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি সিনিয়র সহ-সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন। মনোনয়নপত্র জমা দিতে তরফদার নিজে বাফুফেতে যাবেন না বলে জানিয়েছে এই সূত্রটি। স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তরফদার রুহুল আমিন। তিনি সেখান থেকে ঢাকায় ফিরেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তরফদার সবাইকে ধোঁয়াশায় রাখলেও তাঁর প্রতিদ্বন্দ্বী ইমরুল হাসান গতকাল প্রথম দিনে সিনিয়র সহসভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান মনোনয়নপত্র কেনার পর সই দিয়ে পরিবারসহ চলে যান থাইল্যান্ডের ব্যাংককে। গতকাল প্রতিনিধির মাধ্যমে বাফুফে ভবনে মনোনয়নপত্র জমা দেন তিনি। সভাপতি, সহসভাপতি পদে কেউ মনোনয়নপত্র জমা দেননি। তবে সোমবার সদস্য পদে আটটি মনোনয়নপত্র জমা পড়েছে। তারা হলেন– মাহমুদা খাতুন, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, ইয়াকুব আলী, মঞ্জুরুল করিম, আমিরুল ইসলাম বাবু, ইকবাল হাসান জনি ও আব্দুল হাফিজ।
বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তাবিথ আউয়াল। রোববার ফর্টিস গ্রাউন্ডে সাবেকদের সঙ্গে ফুটবল খেলার মধ্য দিয়ে নিজের নির্বাচনী কর্মকাণ্ড শুরু করা তাবিথ গতকাল ঢাকার একটি হোটেলে কোচদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সহসভাপতি পদে তার প্যানেলে থাকছেন কে-স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ করিম, যশোর শামসুল হুদা একাডেমির প্রতিষ্ঠাতা নাসের শাহরিয়ার জাহেদি, ব্রাদার্স ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আহমেদ আরিফ। চতুর্থ সহসভাপতি কে হবেন, সেটা হয়তো আজই জানা যাবে। সূত্র:মানবজমিন
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |