আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৪২
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-প্রথমবার ঘুমের বড়ি সেবন করে আত্মহত্যার চেষ্টা করে ব্যার্থ হন কলেজ ছাত্র দেলোয়ার হোসেন মোল্লা (২২)। কিন্তু দ্বিতীয়বার আর বাঁচতে পারেনি। প্রেমে ব্যার্থ হয়ে শুক্রবার আত্মঘাতি হন তিনি। প্রেমিকা বিয়ে করতে রাজি না হওয়ায় বিষপানে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামে। এঘটনায় এলাকাজুড়ে চলছে তোলপাড়। ঝিনাইদহ সরকারী কেসি কলেজের ছাত্র দেলোয়ার হোসেন তিনি ওই গ্রামের বস্কা মোল্লার ছেলে। গ্রামবাসি জানায়, দেলোয়ার হোসেন এর আগেও প্রেম করে ব্যর্থ হয়ে ঘুমের বড়ি সেবন করে। এরপর তিনি হরিণাকুন্ডু লালন শাহ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীকে ভালো বাসতেন। তার বাড়িও হলিধানী এলাকায়। বিয়ের প্রস্তাব দিলে প্রত্যাখাত হন দেলোয়ার। মেয়েটি ও তার পরিবার পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে শুক্রবার বিষপান করে নিজ বাড়িতেই মৃত্যু বরণ করেন কলেজ ছাত্র দেলোয়ার। মৃত্যুর আগে মেয়েটির সঙ্গে ভিডিও কল করে আত্মহত্যার জন্য বিষ পান করে বলে জানা গেছে। তাছাড়া মৃত্যুর আগে দেলোয়ার তার ফেসবুকে লেখে “ পড়ে থাকবে আইডিটা, স্মৃতি স্বরুপ গানগুলো, কিছু ছবি, কিছু পোস্ট আর কিছু প্রিয় মানুষ যারা সব সময় চ্যাট লিষ্টের উপর থাকতো- পড়ে থাকবে এভাবেই শুধু আইডিটা এ্যাক্টিভ দেখাবে হ্যাস ট্যাগ প্রিয়কে উৎসর্গ করে”। এছাড়া তিনি প্রেমিকার উদ্দেশ্যে বহু বিরহের গান গেয়ে নিজেই তার ফেসবুকে আপলোড করেছেন। বিষয়টি নিয়ে সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, বয়সে বড় হলিধানীর একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করার কথা শুনেছি। প্রেমঘটিত বিষয়ে ছাত্রটি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |