আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৪
বিডি দিনকাল ডেস্ক : প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ভারতের নতুন হাইকমিশনারকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা প্রদানের জন্য ভারতের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সেই থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। প্রেসিডেন্ট আশা করেন ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্বপালনকালে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। প্রেসিডেন্ট আবদুল হামিদ আরও বলেন- বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক সমস্যা বিশেষ করে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আন্তঃদেশীয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন বাংলাদেশ ও ভারত এ পরিস্থিতি থেকে উত্তরণে বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে। সাক্ষাৎকালে ভারতের নতুন হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনে প্রেসিডেন্টের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেসিডেন্ট কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১শে সেপ্টেম্বর ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকায় পৌঁছান। পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে তিনি বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হলেন।
ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রচারিত তথ্য মতে, প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগদান করেন এবং হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়ে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। ঢাকায় আসার পূর্বে হাই কমিশনার ভার্মা ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে, তিনি জুন ২০১৭ থেকে জুলাই ২০১৯ পর্যন্ত নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে যুগ্ম সচিব পদে অধিষ্ঠিত ছিলেন; এবং অক্টোবর ২০১৪ থেকে জুন ২০১৭ পর্যন্ত মুম্বাইয়ের পরমাণু শক্তি বিভাগের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক যুগ্ম সচিব ছিলেন। তিনি ২০০৯-২০১০ সময়কালে পররাষ্ট্র সচিবের স্টাফ অফিসার এবং ক্লাইমেট চেইঞ্জ নেগোসিয়েশনের ডিরেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রণয় ভার্মা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিডলবেরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ভারতীয় ফরেন সার্ভিসে যোগদানের আগে তিনি ভারতের ইস্পাত উৎপাদনকারী কোম্পানি টাটা স্টিলের একজন স্নাতক প্রশিক্ষণার্থী হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি এবং তার স্ত্রী মনুর এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।
সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়: এদিকে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাই কমিশন জানায়, পরিচয়পত্র পেশকালে নব নিযুক্ত হাই কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করতে প্রচেষ্টা চালাবেন তিনি। ভারত-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে অনুধাবন করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেও তিনি উন্মুখ হয়ে আছেন বলে জানানো হয়। ২৭শে অক্টোবর প্রণয় ভার্মা প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে হাই কমিশনার ভার্মা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। প্রেসিডেন্টকে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি উষ্ণ অভিনন্দন জানান। প্রেসিডেন্টও তাকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় চলমান দৃঢ় উন্নয়ন আগামী সময়ে আরও জোরদার হবে। হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচয়পত্র পেশের পর হাই কমিশনার ভার্মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |