আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৬
বিডি দিনকাল ডেস্ক :- প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বুধবার প্রেসিডেন্ট আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করার বিষয়টি প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে বিদায়ী প্রধান বিচারপতি দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রেসিডেন্ট সফলভাবে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। করোনাভাইরাস মহামারীকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনাসহ বিচার বিভাগের উন্নয়নে বিদায়ী প্রধান বিচারপতির নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন প্রেসিডেন্ট।
২০১৭ সালের নভেম্বরে প্রধান বিচারপতির দায়িত্ব থেকে বিচারপতি এস কে সিনহার পদত্যাগের আড়াই মাস পর ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি দায়িত্ব পান সৈয়দ মাহমুদ হোসেন। সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন। সৈয়দ মাহমুদ হোসেনের জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর। সে হিসাবে চলতি বছরের ৩০ ডিসেম্বর তার ৬৭ বছর পূর্ণ হচ্ছে। সেদিনই সুপ্রিম কোর্টের শীর্ষ পদ থেকে তিনি অবসরে যাচ্ছেন।
গত ১৫ ডিসেম্বের সুপ্রিম কোর্টের অবকাশের কারণে তিনি শেষ অফিস করেন।
প্রেসিডেন্টের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাতের সময় প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |