আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৫
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি–প্রয়োজনীয় আখের অভাবে এবারও নির্ধারিত সময়ের আগেই- বৃহস্পতিবার (গতরাত) রাত ১২টায় বন্ধ হয়ে গেছে দেশের বৃহত্তম চিনিকল- জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের চলতি ২০২২-২৩ইং মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম(প্রসেসিং)। ফলে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যহত হয়েছে। ফলে এবারও লোকসান গুনতে হবে এ চিনিকলকে ।
জয়পুরহাট সুগার মিলের এমডি কৃষিবিদ আখলাছুর রহমান জানান-এ মৌসুমে জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডে ৩০হাজার ১০০মেট্রিক টন আখ মাড়াই করে ১হাজার ৮শ’৬৬ (১,৮৬৬) মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। আখ মাড়াইয়ের জন্য ২৫-থেকে ৩০ দিন কর্মদিবস ফ্যাক্টরী চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। সেখানে এবার আখ না থাকায় ১৯ কর্মদিবসে মিলটি বন্ধ কওে দেয়া হয়েছে।
মোট ২৩হাজার ১৬৯দশমিক ১৬মেট্রিক টন আখ মাড়াই করে- ১১শ’ ৯৩মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৬শ’ ৭৩মেট্রিক টন কম।
উল্লেখ্য, গত ২০২১-২২ইং মৌসুমের ৬৬কোটি ১৭লাখ টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে- গত ৩০ডিসেম্বর এ চিনিকলের চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছিল।
জয়পুরহাটের কৃষকের সাথে আলাপ কওে জানা গেল, প্রয়োজনের সময় টাকা না পাওয়া, আর সময় মত আখ এর পুর্জি না পাওয়াকে আখ লাগাতে তারা উৎসাহ হারিয়ে ফেলেছেন। এখন বছওে ৩টি ফসল হয়, আখ ১টি ফসল ১ বছর সময় লাগে ,দামও কম, আবার হয়রানির শিকার, এই জন্য আমরা আখ লাগা বন্ধ করে দিয়েছি। জয়পুরহাটের কৃষিবিদ ও বিশেষজ্ঞরা জানালেন কৃষকদেও আখ উৎপাদনে উৎসাহিত না করলে এই বৃহৎ চিনিশিল্পটি ধংস হয়ে যাবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |