আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৯
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে নাইম নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
নিহত নাইম ইসদাইর এলাকার মৃত.খলিল মিয়ার ছেলে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই কিশোর হৃদয় ও হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের উভয়ের বয়স ১৫/১৭ এর মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত ইসদাইর বুড়ির দোকান এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত চলছে। প্রায় সময় কিশোরদের ধাওয়া পাল্টা ধাওয়া ও প্রকাশ্যে ধারালো ছুরি, রাম দা নিয়ে মহড়া নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এলাকাবাসী থানা পুলিশকে জানালে পুলিশ এসে কাউকে গ্রেফতার করতে পারতেন না। মাদক ক্রয় বিক্রয় নিয়ে বিরোধের জের ধরে নাইমকে ছুরিকাঘাতে খুন করেছে হৃদয় নামে আরেক কিশোর। এ ঘটনায় পুলিশ হৃদয় ও হাবিব নামে দু’জনকে গ্রেফতার করেছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, ২ জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে আল আমিন, লিমনসহ তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছে। সংঘর্ষের কারণ জানতে ও জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |