আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১২
তাইজুল ফয়েজ, (প্যারিস) ফ্রান্সঃ১৪ ই জুলাই নানান আয়োজনের মধ্যে দিয়ে ফরাসিরা পালন করলো ফ্রান্সের জাতীয় দিবস। এ দিনকে বাস্তিল পতন দিবসও বলা হয়,বাস্তিল হচ্ছে ফ্রান্সের একটি ঐতিহাসিক স্থান। তৎকালীন সময়ে যারা রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিতেন তাদেরকে বাস্তিল দুর্গে বন্দী করে নির্যাতন করা হতো। বাস্তিল দুর্গটি প্যারিস শহরে অবস্থিত। এটি রাজকীয় অস্ত্রাগার ও কারাগার হিসেবে ব্যবহৃত হতো।১৭৮৯ সালের ১৪ ই জুলাই ফরাসি রাজতন্ত্রের দমননীতির বিরুদ্ধে বাস্তিলে বিক্ষোভ হয়েছিল।
সে আন্দোলনে মুক্তি কামি জনতার প্রায় ২০০ বিপ্লবী মানুষ নিহত হন।
উত্তেজিত বিক্ষুব্ধ জনতা বাস্তিল দূর্গ ধ্বংস করে মুক্তি ছিনিয়ে আনেন সাম্য,মৈত্রী – স্বাধীনতার।
এ বিপ্লব ফরাসীদের অন্যান্য বিপ্লব তথা ফরাসি বিপ্লবের পথ উন্মুক্ত করে। যার কারণে এই দিনটি ফরাসীদের কাছে খুব গুরুত্বপূর্ণ।
ফ্রান্সের গণতন্ত্র, জাতীয়তাবাদ, স্বাধীনতা, সাম্যের আদর্শে জনগণসহ সারাবিশ্বকে উদ্বুদ্ধ করেছে। সারা বিশ্বময় শোষণের বিরুদ্ধে একটি জাগ্রত চেতনা ও প্রেরণার বাতিঘর।
প্রতি বছরের ন্যায় এ বছরও প্যারিস গেইটে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের উল্লেখযোগ্য স্থাপনার সামনে দেশের সামরিক ও আধা সামরিক বাহিনী কুচকা- আওয়াজ এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |