আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫৩
মামুন হোসাইনঃ চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের অভ্যন্তরস্থ খাল ও বোরোপিট খালসহ বিভিন্ন অব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। ১২ ডিসেম্বর বৃহষ্পতিবার দুপুরে তিনি উপজেলার পাইকপাড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা গাড়ী ও পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপসহকারি কৃষি কর্মকর্তা নুরে আলম এবং ডাকাতিয়া নদী সিআইপি খাল খনন সংগ্রাম কমটির সদস্য রহিমা আক্তারর কলি উপস্থিত ছিলেন।
পাইকপাড়া উত্তর ইউনিয়নের কড়ৈতলী বাজারে টপ সয়েল কেটে নিয়ে যাওয়া একটি ট্রাক্টর আটক করেন ইউএনও । পরে জয়শ্রী এলাকায় আবাদি জমি থেকে মাটি কেটে বিক্রিকালে তিনি উপস্থিত হলেও অন্যরা লোকজন পালিয়ে যায়। এই ঘটনায় অবশ্য দুইজনকে উপজেলায় নিয়ে আসা হয়। এদিকে ইউএনও পায়ে হেঁটে চৌরঙ্গী, কাঁশারা, জয়শ্রি, পাইকপাড়া এলাকায় ঘুরে ঘুরে খাল দখল ও ভরাট হয়ে যাওয়ার দৃশ্য দেখেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের অভ্যন্তরস্থ খাল গুলোর অবস্থা পরিদর্শন কালে দুরাবস্থা চোখে পড়েছে। আমরা আরো কিছু স্থান পরিদর্শন করবো এবং সেচ প্রকল্প ভুক্ত সকল পর্যায়ের লোকজনকে নিয়ে পরামর্শক মুলক সভা আয়োজনের মাধ্যমে এই থেকে উত্তরণের পথ চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |