আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০৭
বিডি দিনকাল ডেস্ক:- গত শুক্রবার ১৫ এফ্রিল দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির নিজ ঘর থেকে থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৫) কয়েক মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে অবস্থান করছিলেন। তিনি একাই ঘরে থাকতেন। তার মা-বাবাও বেঁচে নেই। ৪ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি নিজ এলাকায় বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা করতেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । এর একটা সুষ্ঠ তদন্ত হউক ,অপরাধীদের চিহ্নিত করে দ্রুতই তাদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হউক এমনটা বলছেন এলাকাবাসী ।।
প্রতিবেশী সালাউদ্দিন জানান, গত বৃহস্পতিবার থেকে ফরিদ উদ্দিনকে দেখতে না পেয়ে তিনি তার শয়ন কক্ষের জানালায় উকি দিয়ে বিছানায় মরদেহ দেখতে পান। সেসময় স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
‘ফরিদ উদ্দিনকে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় শরীর ও গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে। সে সময় তার সঙ্গে থাকা মানিব্যাগসহ ঘরের সব কিছুই ঠিক ছিল। এতে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন,আমরা মরদেহ উদ্ধার করে আজ শনিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসাপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় তার বোন বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।’
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |