আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৫
এফ.এ.মানিক,স্টাফ রিপোর্টার:ফরিদগঞ্জে মাসব্যাপী ৩২ দলের অংশগ্রহণে আই স্পোর্টস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১ লা অক্টোবর শনিবার বিকেলে ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী,এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নাই,ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করার জন্য তিনি আয়োজক কমিটিকে আহ্বান জানান,এবং সব সময় এই ধরনের টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে,ক্রীড়া সংগঠক শামীম হাসানের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক ফরিদ আহমেদ রিপন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান,,আই স্পোর্টস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের প্রধান স্পন্সর কলাবাগান বাজারের পরিচালক এ হাবিব ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোহাম্মদ আহসান হাবীব, ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাকির হোসেন গাজী, মোহাম্মদ হোসেন,ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রবীর চক্রবর্তী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ, এসময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান জিয়া,আনোয়ার হোসেন সজিব,মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার আল-আমিন হোসেন,
ফাইনাল খেলায় কড়ইতলী উদয়ন যুব সংঘ কে দুই শূন্য গোলে পরাজিত করে টিম পজেটিভ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |