আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৫
মামুন হোসাইনঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী অপর এক প্রার্থীর পক্ষে সমর্থন দিয়েছেন। রোববার (১২মে) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া অপর চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমির আজম রেজার পক্ষে সমর্থন ব্যক্ত করেন এবং সাইফুল ইসলাম রিপন মনোনয়ন প্রত্যাহার করেছেন কিন্তু কাকে সমর্থন করবেন এমন কিছু জানা যায়নি।
এসময় দুই প্রার্থী বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে অর্থবহ এবং অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতা মূলক করার লক্ষ্যে আমরা একত্রিত হয়ে আলোচনা পূর্বক আমির আজম রেজা প্রতি সমর্থন ব্যক্ত করে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। আগামীতে আমির আজম রেজার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আমরা একযোগে কাজ করবো।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, বিল্লাল হোসেন, আলিম আজম রেজা প্রমুখ। এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারকারী অপর চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম রিপন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, ফরিদগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে রোববার (১২ মে) চেয়ারম্যান পদে ৩জন ও ভাইসচেয়ারম্যান পদে ১জনের প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |