আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১১
মামুন হোসাইনঃচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের ছাত্র সমাজ। বৃহস্পতিবার ২২ শে আগস্ট রাতে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্তদের মাঝে রান্না করা খাবার তুলে দেন ছাত্ররা।
এ সময় ছাত্র সমাজের পক্ষ থেকে মোঃ ইয়াছিন পালোয়ান ও মোঃ রাইয়ান হোসেন সিয়াম বলেন,আমরা বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছি যারা বিপদ সীমার মধ্যে রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য বলেছি এবং আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বন্যার্তদের মাঝে রাতের খাবার বিতরণ করেছি।আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো ও প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেনের আর্থিক সহযোগিতায় বনভাসি মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি এবং যেকোনো সময় বন্যার্ত মানুষের পাশে আছি। আমরা বিশ্বাস করি সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করলে যেকোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।
খাবার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন মোঃ মিকাইদুল ইসলাম,মোঃ মীর আদনান,মোঃ নাঈম হোসেন পালোয়ান,মোঃ আব্দুল আহাদ প্রমুখ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |