আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২১
রুহুল আমিন খাঁন স্বপন; ফরিদগঞ্জ প্রতিনিধি: আমার স্বামীর দোষ নাই, আমার স্বামী আমাকে অনেক মায়া করে, আমি সংসারের কোন কাজ করতে পারি না। আমার ছেলে-মেয়েদের দেখে রেখো স্বামী। আমারে কেউ কোন কিছু করে নাই, আমার লাশ পুলিশে দিয়েন না। চিরকুটে এ সব কথা লিখে নিজ ঘরের বাশের আঁড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৪ সন্তানের জননী নাসিমা বেগম (৩২) নামে এক গৃহবধূ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব পোয়া গ্রামে সোমবার (২৫ সেপ্টেম্বর) ওই গৃহবধূর বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘরের আড়াঁর থেকে মরদেহ নামিয়ে সুরতহাল করার সময় চিরকুটটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত গৃহবধূ নাছিমা বেগম ওই গ্রামের মনা গাজী বাড়ীর দিনমজুর হিরন মিয়ার স্ত্রী। মৃতের বোন হাসিনা বেগম বলেন, গত ২০ বছর পূর্বে আমার বোনের বিয়ে হয়। বিয়ের কিছুদিনপর আমার দুলাভাই বিদেশে চলে যায়। কয়েকটি দেশে বিদেশ করেও আমার দুলাভাই ভালো কিছু করতে না পেরে গত ৭ বছর পূর্বে দেশে চলে আসে। সে থেকে আমার বোনের মাথায় সমস্যা সৃষ্টি হয়। বিভিন্ন চিকিৎকদের চিকিৎসা নিয়েও ভালো হয়নি। আমার বড় ভাগ্নির বিয়ে হয়েছে, বাকিদের নিয়ে সব সময় চিন্তা করতো আমার বোন। আমার দুলাভাই দিন মজুরের কাজ করে, কখনো অটোরিকশা চালায়, আবার কখনো কৃষি কাজ করে। হঠাৎ আজকে জানতে পারি আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত ওই গৃহবধূর মেয়ে রাহেলা আক্তার (১০) বলেন, আমার মা অসুস্থ্য, আমি মাকে দুধ চা আর রুটি নিজ হাতে সকালে খাওয়াইছি। পরে দাদীর ঘরে গিয়েছি, সেখান থেকে ২ ঘন্টাপর ঘরে এসেছি আমি খাবার খাবো। তারপর দেখি আমার মা ফাঁসি দিয়েছে। পরে আমি চিৎকার দিলে মানুষরা এসে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত গৃহবধূর স্বামী হিরন মিয়া বলেন, আমি যখন যে কাজ পাই, সেই কাজই করি। আজকে সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছি। ধানুয়া এলাকায় থেকে মোবাইলের মাধ্যমে খবর পেয়েছি আমার স্ত্রী ফাঁসি দিয়েছে। পরে বাড়িতে আসছি। ফরিদগঞ্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সিমটম দেখে এটিকে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |