আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪১
ফরিদগঞ্জ:- চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকাতিয়া নদীর উপর ফরিদগঞ্জ সেতুর পাশে উদ্ধারের এই ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীর উপরে ফরিদগঞ্জ সেতু সংলগ্ন নদীতে স্থানীয় এক কিশোর মাছ ধরতে এসে বিকালে অজ্ঞাত কঙ্কালটির মাথার খুলি দেখতে পায়। পরে সে স্থানীয়দের জানালে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মাথার খুলিসহ নদীতে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় কঙ্কালটি উদ্ধার করে। এসময় নদীতে ভাসমান অবস্থায় ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। যদিও তাতে কোন কিছুই ছিল না। কঙ্কালের মাথার খুলিতে চুলের অস্তিত্ব থাকায় ধারণা করা হচ্ছে কঙ্কালটি কোন নারীর।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক মো. বাহার মিয়া বলেন, সংবাদ পেয়ে ফরিদগঞ্জ সেতুর নিকট গলিত তথা প্রায় কঙ্কালে পরিণত লাশ উদ্ধার করেছি। তবে লাশটি কঙ্কালে পরিণত হওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |