আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১২
মামুন হোসাইনঃ ফরিদগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল’র সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদে সভাকক্ষে এ মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মৌলি মন্ডল বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবো এবং তিনি জনমুখী সেবা দেওয়া ও ফরিদগঞ্জকে একটি মডেল উপজেলায় রুপান্তর করতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, থানা পুলিশসহ সকল শ্রেণী পেশা মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাজুদা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ উল্যাহ তপদার, প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। উল্লেখ, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন (ইউএনও) মৌলি মন্ডল। এর আগে সর্বশেষ তিনি গাজীপুর জেলাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |