আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৪
এফ.এ.মানিক:- চাঁদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফরিদগঞ্জের বিরামপুর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট ৩০,০০০/-জরিমানা ও আদায় করা হয়। মঙ্গলবার (২রা আগস্ট ) এ অভিযান পরিচালনা করে জরিমান আরোপ ও আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ও মূল্য তালিকা না থাকায়, তিনি এ জরিমানা আরোপ ও আদায় করেন। মো. নুর হোসেন রুবেল জানান,মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর লঙ্ঘনজনিত অপরাধে মিজান ভ্যারাইটিজ স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২০,হাজার টাকা,মূল্য তালিকা না থাকায় বাবলু সুইটমিট ফল ভাণ্ডারকে ৫,০০০ টাকা ও সুইটমিটকে ৫,০০০/- জরিমানা করা হয়েছে। ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট ৩০,০০০/-জরিমানা আরোপ ও আদায় করা হয়। এই সময় উপস্হিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্যাানেটারী ইন্সপেক্টর জনাব নজরুল ইসলাম এবং ফরিদগঞ্জ থানা পুলিশের এস আই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স । এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |