আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৬
মামুন হোসাইনঃ ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক মমতাজ বেগম রিক্তা (৩৫) এর চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতার, হত্যাকান্ডে ব্যবহৃত হাতুরী ও কাটার উদ্ধার। ১৯ জানুয়ারি শুক্রবার বেলা ৪ ঘটিকায় থানায় প্রেস কনফারেন্স অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমারদে বলেন গত ১৭/০১/২০২৪খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮.৫০ ঘটিকার সময়ে ফরিদগঞ্জ থানাধীন ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী সাকিনস্থ ভোলা গাজী বেপারী বাড়ীর ডিসিজড মমতাজ বেগম রিক্তা (৩৫), পিতা-মৃত এমদাদ হোসেন, স্বামী- হারুনুর রশিদ, সাং-চরমান্দারী (ভোলা গাজী বেপারী বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এর হাত পায়ের রগ কাটা রক্তাক্ত অবস্থায় কম্বল দ্বারা মোড়ানো মৃতদেহ তাহার বসত ঘরের ভিতরে বাথরুমের মধ্যে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় পড়ে থাকতে দেখে ডিসিজড এর পার্শ্ববর্তী বাড়ীর চাচাতো ভাই মাহফুজুর রহমান জুয়েল জাতীয় জরুরী সেবা-১৯৯৯ এর মাধ্যমে সংবাদ দিলে তাৎক্ষনিক ভাবে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, ক্রাইম সিনের সুরক্ষা প্রদান পূর্বক ঘটনাস্থলটি চতুরদিক থেকে ঘেরাও করে রাখা হয় এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। এটি একটি নিশংস ও নিমর্ম ক্লু-লেস হত্যা কান্ড। ডিসিজড মমতাজ বেগম রিক্তার স্বামী হারুনুর রশিদ দীর্ঘ দিন যাবৎ দুবাই প্রবাসী। মমতাজ বেগম রিক্তা বিবাহের পর থেকে তার পিতার বাড়ীতেই বসবাস করে এবং তার পিতার কাছ থেকে জমি পেয়ে একটি টিনসেড বিল্ডিং তৈরি করে স্বামী সহ বসবাস করে এবং গৃদকালিন্দিয়া বাজারে বধুয়া বিউটি পার্লার নামে একটি প্রতিষ্ঠান চালায়। মুলত ডিসিজড মমতাজ বেগম রিক্তা তাহার পিতার বাড়ীতে জমি পাওয়া এবং ঐ জমিতে টিনসেড বিল্ডিং ঘর নির্মান করে বসবাস করার বিষয় নিয়েই তাহার আপন বড় ভাই আব্দুল মালেক বেপারী সহ তাহার স্ত্রী কহিনুর বেগম এবং ছেলে মেহেদী হাসান শুভ দের সাথে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে তাহাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ইতিমধ্যে আব্দুল মালেক বেপারী তাদের বাড়ীর তাহার অংশে একটি বিল্ডিং ঘর নির্মান কাজ করিতেছে। এই কাজ দেখাশুনা করার জন্য প্রায় সময়ই তাহার ছেলে মেহেদী হাসান শুভ ঢাকা হতে বাড়িতে আসে। মেহেদী হাসান শুভ ঢাকায় UCEP ঢাকায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে। সে গত ০৪/০১/২০২৪খ্রিঃ তারিখ ঢাকা থেকে তাদের বাড়ির কাজ দেখাশুনা করার জন্য আসে। সে নলগোড়া এলাকায় তার নানার বাড়িতে থেকে চরমান্দারী এসে প্রতিদিন তাহাদের বাড়ির কাজ দেখাশুনা করে। গত ১৭/০১/২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় ডিসিজড মমতাজ বেগম রিক্তা গৃদকালিন্দিয়া বাজারে তার নিজের বিউটি পার্লার থেকে বাড়িতে আসার পর আসামী মেহেদী হাসান শুভকে তাহাদের বাড়িতে পেয়ে তাহার ঘরে ডেকে নিয়ে যায়। তখন বিভিন্ন বিষয়ে কথা বলার একপর্যায়ে ডিসিজড তাহার বড় ভাই আব্দুল মালেক বেপারী ও তাহার স্ত্রী কহিনুর বেগম এর বিষয়ে দোষারোপ করে বিভিন্ন কথা মেহেদী হাসান শুভকে বলার পর শুভ ক্ষিপ্ত হয়ে তাহার ফুফু ডিসিজড মমতাজ বেগম রিক্তার ঘর থেকে বের হয়ে গিয়ে তাহাদের নির্মানাধীন বিল্ডিং ঘর থেকে একটি হাতুরি ও একটি কাটার নিয়ে আসে এবং পিছন থেকে স্বজোরে মাথার পিছনে আঘাত করলে রিক্তা মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে মেহেদী হাসান শুভ ডিসিজড এর গায়ে জড়িয়ে থাকা চাদর দিয়ে ডিসিজড রিক্তার গলায় পেচিয়ে তাহার বসত ঘরের ভিতরে বাথরুমের মধ্যে নিয়ে যায় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য মেহেদী হাসান শুভ কাটার দিয়ে হাত এবং পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ঘরে ভিতরে খাটের উপর থাকা কম্বল দিয়ে ঢেকে রেখে চলে যায়। সে সময় বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে মেহেদী হাসান শুভ অনায়াসে সেখান থেকে পালিয়ে তার নলগোড়া সাকিনস্থ তাহার নানার বাড়িতে চলে যায়। উক্ত ঘটনার পর পরই মাননীয় পুলিশ সুপার, চাঁদপুর মহোদয় এর সার্বিক দিক- নিদের্শনায় ফরিদগঞ্জ থানা পুলিশ এর কর্মতৎপরতায় এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করে এবং বিভিন্ন তথ্য উপাত্ত চুলচেরা বিশ্লেষণ করে ঘটনার পর পরই আমরা মেহেদী হাসান শুভ সহ দুইজনকে আমাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে মেহেদী হাসান শুভ ঘটনার বিষয়ে বিস্তারিত আমাদের কাছে জানায় এবং তাহার দেওয়া তথ্য মোতাবেক চরমান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে হত্যা কান্ডে ব্যবহৃত হাতুরি ও কাটার উদ্ধার করা হয়।
এই বিষয়ে ডিসিজড মমতাজ বেগম রিক্তার দুবাই প্রবাসী স্বামী হারুনুর রশিদ বাদী হয়ে থানায় এজাহার দায়ের করিলে ফরিদগঞ্জ থানার মামলা নং-১৯, তারিখ-১৯/০১/২০২৪খ্রিঃ,ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
এই সময় উপস্হিতি ছিলেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |