আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১২
মামুন হোসাইনঃ ভোটের দিন যত এগিয়ে আসছে ততোই নির্বাচনের মাঠ প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠছে। চাঁদপুর -৪ ফরিদগঞ্জ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি জালাল আহমেদের পক্ষে পুরো উপজেলায় দাপিয়ে বেড়াচ্ছেন তার স্ত্রী মাইমুনা জালাল ইকরা।
গত জুলাই মাস থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারের উন্নয়নের প্রচার ও সিআইপি জালাল আহমেদের জন্য দোয়া ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে উপলক্ষে অর্ধশতাধিক উঠান বৈঠক করেন,পাশাপাশি নিজ স্বামীর অর্থায়নে গরীব ও অসহায় ব্যক্তিদের সহযোগিতা করেন। মাইমুনা জালাল ইকরা বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, ফরিদগঞ্জবাসীর ভালোবাসায় অসহায়,গরীব ও সমাজের মানুষের প্রয়োজনে আমাদের রাজনীতিতে আসা, আমি রাজনীতি পছন্দ করি না কিন্তু আমার স্বামীর প্রতি মানুষের ভালোবাসা দেখে, সরকারের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের কি কি প্রয়োজন তা দেখতে ও মানুষকে সহযোগিতা করতে ইউনিয়ন ও গ্রামে ঘুরে বেড়াচ্ছি।
আমার স্বামী সিআইপি জালাল আহমেদ গত ২০ বছর ধরে নিজ অর্থায়নে মানুষের সেবা করে আসছে, একা এত বড় উপজেলায় সবকিছু করা সম্ভব না,তাই সরকারের পাশাপাশি আমাদের নিজ অর্থায়নে ফরিদগঞ্জবাসীকে একটি মডেল উপজেলা তৈরির লক্ষ্যে আমাদের ছুটে চলা। প্রতীক বরাদ্দের পর থেকেই ট্রাক প্রতীক মার্কার বিজয়ের লক্ষ্যে কাজ শুরু করে দেন, উপজেলার সদর,ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ও কেন্দ্র কমিটি, মিছিল, সভা সব স্হানেই নেতাকর্মীদের নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন।
এই আসনে ট্রাকের বিপরীতে নৌকার প্রার্থীসহ ১ স্বতন্ত্র প্রার্থীসহ মাঠ ছুটে বেড়াচ্ছেন ৭ প্রার্থী। নৌকা প্রতীকে নির্বাচন করছেন সাংবাদিক শফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে নির্বাচন করছেন সাবেক এমপি ড.শামছুল হক ভুঁইয়া, বিএনএম এর নোঙ্গর প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়বাদী আনদোলনের মহাসচিব ড.শাহজাহান। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে মাঠ ছুটে বেড়াচ্ছেন শেখ সাজ্জাদ রশিদ সুমন, তৃণমূল বিএনপির সোনালীআঁশ প্রতীকে নির্বাচন করছেন আব্দুল কাদের তালুকদার, ফুলের মালা প্রতীক নিয়ে মাঠে আছেন বাকি বিল্লাহ মিশকাত চৌধুরী, আম প্রতীকে নির্বাচন করছেন আব্দুল গনি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |