আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৪
ফরিদগঞ্জ :- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড: শামছুল হক ভুঁইয়া নিজ ইউনিয়ন রুপসা দক্ষিন এলাকার গৃদকালিন্দিয়া বাজারে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
ফরিদগঞ্জের বর্তমান সাংসদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের অনুসারী নৌকার প্রার্থী শরিফ খাঁন ও আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আবদুল কাদের খোকনের (আনারস) সমর্থকদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ৫০টি মোটরসাইকেল ভাংচুর করা ছাড়াও দু পক্ষের কমপক্ষে আহত হয়েছে ৩০ জন। গুরুতর আহতদেরকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আনারস প্রতীকের মিছিল নিয়ে মোটরসাইকেলের শোভাযাত্রা বের করে। এক পর্যায়ে নৌকা প্রার্থীর সমর্থকদের মুখোমুখি হলে দু পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় কমপক্ষে আহত হয়েছে ৩০ জন, অর্ধশত মোটরসাইকেল ভাংচুর করা হয়। আতংকগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দোকান পাট বন্ধ করতে বাধ্য হয়। এ নিয়ে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থুলে গিয়ে উক্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।
এ নিয়ে গতকাল মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নৌকার প্রার্থী শরিফ হোসেন খাঁন। ঘটনার জন্য বিদ্রোহী প্রার্থী ও তার সহদর ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান, ছাত্রলীগের সাবেক নেতা জিএস তছলিম ও জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন সহ তার কয়জন সহযোগীকে দায়ী করে নৌকার প্রাথী শরীফ হোসেন খাঁনের স্বাক্ষর করা বিবৃতি পড়ে শোনান মুহম্মদ শফিকুর রহমান এমপির পৌরসভার মনোনীত প্রতিনিধি মো জাহাংগীর আলম।
বিবৃতিতে বলা হয় ভাড়াটিয়া বহিরাগত সন্ত্রাসী দিয়ে নৌকার সমর্থকের উপর অতর্কিত ভাবে হামলা চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিদ্রোহী প্রার্থী আবদুল কাদের খোকন ও তার ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তছলিম অভিযোগ তুলে এ সংবাদদাতাকে বলেন, কয়েকশত মোটরসাইকেল নিয়ে আমাদের আনারসের সমর্থকরা এলাকায় শোভাযাত্র বের করে। এ সময় অতর্কিত ভাবে নৌকার প্রাথীর সহদর ভাই ইউনিয়ন যুবদলের সভাপতি খায়ের মেম্বারের নের্তৃত্বে একদল অস্রধারী যুবক অতর্কিত ভাবে আনারস প্রতীকের সমর্থকদের উপরে হামলা চালানো ছাড়াও প্রায় অর্ধশত মোটরসাইকেল ভাংচুর করেছে।
ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন আজ বুধবার জানায়, নৌকা ও আনারস প্রার্থীর সমর্থদের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওসি দাবী করছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |