আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩৩
ফরিদপুর:-ফরিদপুরের সালথা উপজেলায় দুই পরিবারের সংঘর্ষে আহত যুবকের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জাহিদুল ইসলাম (৩০), সে উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের মোঃ কাওছার মোল্লার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় কিছুদিন পূর্বে এক ঘটনায় এলেম মোল্লা, শহিদুল মোল্লা, রুমা বেগম, ইসরাইল মাতুব্বর, জাহিদুল মোল্লা গংদের বিরুদ্ধে রেবা বেগমের দায়ের করা মামলায় সাক্ষীগণ জাহিদুল ইসলাম এরই সূত্র ধরে তাদের সাথে জাহিদের পূর্ব থেকেই শত্রুতা চলে আসছিল। ঘটনার দিন ২৮ শে আগস্ট শুক্রবার সকাল ১০ টায় জাহিদুল স্থানীয় নকুলহাটি বাজার থেকে বাড়ি ফেরার সময় পথে কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়, এরপর বাড়িতে পৌঁছলে অভিযুক্তদের সাথে সংঘর্ষ বাধে সংঘর্ষের এক পর্যায়ে জাহিদুলের মাথায় আঘাত লাগে, আহত জাহিদুল কে প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে ও সেখান থেকে পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।সেখানে তার অবস্থার আরো অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন, এবং আহত জাহিদুল কে ঢাকায় নেয়া হয়। এবং ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় আহত জাহিদুল মৃত্যুবরণ করেন। সংঘর্ষের ঘটনায় উভয় পরিবারের আরও ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় এবং গুরুতর আহতদেরকে হসপিটালে ভর্তি করা হয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন সংঘর্ষে নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে। এবং পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |