আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৪
এম, এ কাশেম: ফেনী এক স্বর্ণ ব্যবসায়ির কাছ বিপুল পরিমান স্বর্ণ লুটে নেয়ার অভিযোগ/মামলায় জেলা গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর সাইফুল ইসলাম, ও তার সহযোগী ৩ এস,আই এবং ২ এম,এ,স আই কে গ্রেপ্তার করেছে ফেনী জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত উক্ত ৬জন হলেন ডিবির ওসি সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা হয়েছে। চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশ ওই মামলা দয়ের করেছেন। গ্রেপ্তাকৃত উক্ত গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে ডাকাতির ১৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে । সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ীর গোপাল কান্তি দাশ এর কাছ থেকে ২০টি স্বর্ণবার হাতিয়ে নিয়েছিলেন তারা।। মঙ্গলবার ডিবি পুণিশের এ সব সদস্যদের গ্রেপ্তার করে জেলা পুলিশ’র একটি টিম। ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী সাংবাদিকদের জানান, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশ। প্রতিমধ্য ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে পূর্ভ ওৎপেতে থাকা ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি স্বর্ণবার নিয়ে যান তারা। তিনি আরও জানান, এ ঘটনার পর গোপাল কান্তি তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে ৪জনকে শনাক্ত করে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে অন্য ২জন কে গ্রেপ্তার করা হয়। এসপি জানান, বাকি ৫টি স্বর্ণের বার উদ্ধারে কাজ করছে জেলা পুলিশ। এ ঘটনায় পুরো ফেনী জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকে-ই বলছেন-যেখানে পুলিশ ডাকাতদের কাছ থেকে ব্যবসায়ি সহ সবাইকে নিরাপদে রাখার জন্য কাজ করার কথা সেখানে তারা-ই যদি এমন ঘটনা ঘটায় তাহলে মানুষ যাবে কোথায়। গ্রেপ্তারকৃতদের উপযুক্ত শাস্থির দাবি জানিয়েছেন তারা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |