আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৯
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : ফেনীর ছাগলনাইয়ার শুভপুর এলাকার বাঁশের কেল্লা নামক এলাকায় ঈদের আনন্দময়তায় ভাই সায়েদ তারবোনকে নিয়ে ঘুরতে যায়। এ সময় সেখানে অবস্থান করা গুটি কয়েক বখাটে সায়েমের সামনে বোনকে ইভটিজিং করে। এক পর্যায়ে তারা তার বোনের গায়ের ওড়না টেনে নিয়ে নেয়। এর প্রতিবাদ করায় ইভটিজার বখাটেরা সায়েদের ওপর ঝাপিয়ে পড়ে। এক পর্যায়ে বখাটেরা সায়েদকে ছুরিকাঘাত করে। এতে সায়েদ (১৯) নামের ওই যুবক ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বখাটেদর ছুরিকাঘাতে সায়েদ নিহত হওয়ার প্রতিবাদে এলাকাবাসীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে।। পুনরায় সংঘর্ষের আশঙ্কা! পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে বলে ও সূত্র জানিয়েছে।
এ দিকে পুলিশ অভিযান চালিয়ে ৮জনকে গ্রেপ্তার করেছে বলছে পুলিশ সূত্র জানায়।।
দল-মত নীর্বিশেষে এলাকাবাসী ঘটনার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে পুলিশের সু’নাম অক্ষুন্ন রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষ সদয় দৃষ্টি রাখবেন বলে আশা রাখছেন সবাই।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |