আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১০
বিডি দিনকাল ডেস্ক: -ফেনী পরশুরামে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে বাজারের ডাকবাংলা মোড়ে দুই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের (র্যাব ও পুলিশ) হাতাহাতি-মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে পরশুরাম উপজেলা বাজারের ডাকবাংলা মোড়ে পরশুরাম থানা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় দুই বাহিনীর সদস্যরাই সাদা পোশাকে ছিল বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সুবার বাজার থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার পরশুরাম বাজারের ডাকবাংলা মোড়ে পৌঁছলে পরশুরাম থানার টহলরত পুলিশের একটি টিম প্রাইভেট কারটি গতিরোধ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই প্রাইভেট কারের যাত্রীরা (র্যাব সদস্য) পুলিশ সদস্যদের মারধর শুরু করে। পরে পুলিশ সদস্যরা ওই গাড়ির যাত্রীদের (র্যাব সদস্য) পাল্টা মারধর করে। এসময় চার পুলিশ সদস্য গুরুতর আহত হলে স্থানীয় আব্দুল মান্নান, মো. সুমন নামে দুই ব্যক্তি তাদেরকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন- পরশুরাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইব্রাহিম, পুলিশ কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবী ও মাহবুব হোসেন। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরে যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল খালেক জানান, স্থানীয়রা আহত চার পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছে।
পরশুরাম উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইয়াছিন আলাউদ্দিন ডালিম জানান, আহতদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, কোনো মারামারির ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝি হয়েছে। র্যাবের সাদা গাড়িটি সহ সদস্যরা এখন থানায় আছেন। আমার উভয় পক্ষের সাথে কথা বলছি।
ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে কথা কাটাকাটি হয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। র্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলে তিনি পরশুরামে কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবগত নন বলে জানান। এসময় তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। এদিকে র্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, তিনি অন্য একটি অপারেশনে ব্যস্ত আছেন। পরশুরামে কি ঘটনা ঘটেছে তা তার জানা নেই।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |