আজ বুধবার | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৬
নিজস্ব প্রতিবেদক : গত ৫ আগস্ট পালাবদলের পর রাজনৈতিক দলের খোলসে গড়ে উঠা আওয়ামী পরিবারের সন্তান সাম্প্রতিক সময়ের দক্ষিণ খানের নব্য সন্ত্রাসী জাতীয়তাবাদী যুবদল দক্ষিণখান থানার সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠুর নেতৃত্বে একজন চারীজীবী তথা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪৯ ওয়ার্ড এর যুগ্ম আহ্বায়ক শিমুল খান এর উপর নেক্কারজনক হামলা করে গুরুতর আহত করে ।
এমন অভিযোগে দক্ষিণখান থানায় গত ১১ জানুয়ারি ২০২৫ ইং একটি মামলা দায়ের করা হয় ।
এ ঘটনায় ভুক্তভোগী ওই স্বেচ্ছাসেবক দল নেতা বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে প্রধান আসামি করা হয়েছে স্থানীয়ভাবে প্রভাবশালী , দক্ষিণখান থানা যুবদল এর সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠু (৪২) কে। তার পিতার নাম মো:মোমিন।
মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন (২) এনামুল হোসেন শ্যামল ,পিতা :আব্দুল মালেক , মৌসাইর এলাকা । ( ৩) মিরাজ (২২)পিতা-অজ্ঞাত। (৪) রবিন ,পিতা-অজ্ঞাত,চালাবন ।(৫) অনিক ওরফে শিপন (২৫),পিতা-অজ্ঞাত,চালাবন । (৬) জুনায়েদ (২৫),পিতা-অজ্ঞাত , চালাবন।(৭) শরীফ (২৫) ,পিতা-অজ্ঞাত,চালাবন । (৮) মন্টু (৩২) ,পিতা-অজ্ঞাত, চালাবন । (৯) শরিফুল (২৪) , পিতা : ইকরার হাসেন , চালাবন ।অজ্ঞাতনামা আরো ৬/৭ জন অভিযুক্ত রয়েছে এই মামলায় ।
মামলা সূত্রে জানা যায় ,গত ৯ জানুয়ারি গাওয়াইর কাজী বাড়ি এলাকায় শিমুল খানের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন (মূল্য ১৭,৫০০ টাকা) ও নগদ ২,২০০ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগী শিমুল জানান — তিনি গাওয়াইর কাজী বাড়ি এলাকার যমুনা ফ্যাশন গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কর্মরত। অভিযুক্তদের মধ্যে ৩ থেকে ৯ নম্বর আসামিরা গার্মেন্টসে তার অধীনে কাজ করতেন। কাজের বিষয়ে অমনোযোগ নিয়ে শিমুলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জেরে তারা দেখে নেওয়ার হুমকি দেয় এবং পরবর্তীতে সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়।
শিমুল খান আরো জানান —আসামিরা অত্যন্ত প্রভাবশালী। তারা যে কোনো সময় আবার হামলা চালাতে পারে। এসময় তিনি প্রশাসনের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান আসামি মাসুদ আলম মিঠু জাতীয়তাবাদী যুব দল এর সাবেক সাধারণ সম্পাদক হলেও আওয়ামী লীগের প্রভাবশালী পরিবারের সদস্য। তার পরিবারের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলের নাম ভাঙিয়ে এলাকায় নানা অপরাধের নেতৃত্ব দিয়ে আসছে । নিজের নামের উপর বাহিনী তৈরী করে বীরদর্পে চালাবন ,কাজি বাড়ি সহ অন্নান্য এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তার ভয়ে নিরীহ সাধারণ মানুষ সার্বক্ষণিক আতঙ্কে থাকে । আর দ্বিতীয় আসামি এনামুল হোসেন শ্যামল মাদক ব্যবসা, দখলবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। এছাড়াও তিনি পালাতক আওয়ামী লীগের নেতাদের অনুপস্থিতিতে দখল-বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনের আড়ালে থেকে ক্যাশিয়ার হিসেবে কাজ করছেন।
স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিলে এই প্রভাবশালী মহলের অপকর্ম বন্ধ হবে।
এদিকে এ হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এই ন্যক্কারজনক হামলায় জড়িতরা চিহ্নিত সন্ত্রাসী। তারা এলাকায় চাঁদাবাজি, দখলবাজি এবং মাদক ব্যবসায় জড়িত। আমরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার আশা করছি।’
মামলাটির তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান বলেন, ‘ঘটনার দিন আমি এলাকায় ডিউটিরত অবস্থায় ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শিমুল খান আহত অবস্থায় পড়ে আছেন। তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিতে বলি এবং পরে আইনি প্রক্রিয়া শুরু করি।’
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে জানান —‘অভিযোগটি ফৌজদারি কার্যবিধির ধারায় আমলে নেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
Dhaka, Bangladesh বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:12 PM |
Magrib | 5:33 PM |
Isha | 6:52 PM |