আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৬
এস, এম, মনির হোসেন জীবন- রাজধানীর বংশালের আগাঁ সাদেক রোডে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে
বিস্ফোণজনিত দুর্ঘটনায় আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। এ বিস্ফোরণের ঘটনায় ৩টি দেয়াল আংশিক ধসে পড়ে।
শনিবার ভোর ৪টা ৪০ মিনিটের সময় রাজধানীর বংশাল থানার ৫৬, নং আগাঁ সাদেক রোড পাকিস্তান মাঠের পাশে একটি বাসায় এই অগ্নিদুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, মো. ইসরাফিল (৬২),তার স্ত্রী সালমা বেগম (৫০), মেয়ে শাহজাদী আক্তার (২২) ও ইমরান হোসেন (৩১)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ ইসরাফিলের ভাতিজা মো. তারেক জানান, আজ শনিবার ভোরের দিকে বংশালের আগাঁ সাদেক রোড ৫৬ নম্বর বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভোর ছয়টার দিকে নিয়ে আসলে তাদের চারজনকেই ভর্তি দেওয়া হয়েছে। কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।
তিনিআরও জানান, বিস্ফোরণে তাদের ঘরের সবকিছু তছনছ হয়ে গেছে। ইমরান একটি দোকানে কাজ করেন। আর শাহজাদী শিক্ষার্থী বলে জানান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শনিবার ভোর ছয়টার দিকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ও আরও দু’ জনের অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে না। এদের মধ্যে ইসরাফিলের শরীরের ৩৭ শতাংশ, সালমার ৪৯, ইমরানের ২০ ও শাহজাদীর ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে।
ওসি জানান, বংশালের আগাঁ সাদেক রোড এলাকার একটি বাসা থেকে চারজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে এসেছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোররাত ৪ টা ৪০ মিনিটের সময় পুরান ঢাকার ৫৬ নং আগাঁ সাদেক রোড, বংশালে ৪ তলা ও ৫ তলা পাশাপাশি দু’টি ভবনের মাঝে নিচতলায় অজ্ঞাত কারণে বিস্ফোণজনিত দুর্ঘটনা এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩টি দেয়াল আংশিক ধসে পড়ে।
তিনি আরও জানান, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ৪ টা ৪৫ মিনিটে ঘটনাস্হলে পৌঁছায় এবং কাজ শুরু করে। এরপর তাদের সাথে আরো ৩টি ইউনিট যুক্ত হয়। এ দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |